সন্ধ্যা ৭:৪৮, ১০ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ
ডেস্ক রিপোর্ট : সেরাম ইনস্টিটিউটের ৬০ লাখ করোনাভাইরাসের টিকার মধ্যে বাংলাদেশ সরকারে জন্য প্রথম চালানের ৫০ লাখ টিকা ও ১০ লাখ বেসরকারী প্রতিষ্ঠানের জন্য আনছে বেক্সিমকো। জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা এ পরিচালক নাজমুল হাসান পাপন এমপি।
বেক্সিমকো পরিচালক বলেন, টিকা গুলো ঢাকায় পৌছানোর পর আমরা নিজ দায়িত্বে জেলা পর্যায়ে পৌছে দেব। জানুয়ারি মাসে সকল জেলায় পৌঁছাবে। উপজেলা পর্যায়েও যাবে তবে সেটা প্রতিদিনেরটা প্রতিদিন। কারণ সেখানে বিশেষায়িত কুল বাক্স নেই। ফ্রিজে রেখে সেটা ব্যবহার করা হবে।
নাজমুল হাসান পাপন বলেন, কোথায় কতটুকু পৌঁছাতে হবে সরকার এর তালিকা তৈরি করেছে। নির্ধারিত সময়ে আমাদের দেওয়া হবে।
এরআগে তিনি জানান, এরই মধ্যে করোনার টিকা পরিবহনের জন্য সাতটি গাড়ি আমদানি এবং ঢাকায় একটি কেন্দ্রীয় বিশেষায়িত ওয়ের হাউজ তৈরি করা হয়েছে।